এই যে ভোলা জানিস নাকি
নারী কোথায় আটকায়?
মায়ায়, নাকি টাকায়
আমি পড়ে গেছি খটকায়।


মাতাল স্বামীর নির্যাতনেও
ছাড়লো না যে ঘর
কোন বাঁধনে আটকালো সে?
জানিস নটোবর?


তিন সতীনের ঘরেও নারী
আটকে থাকে কিসে?
বিষে ভরা গঞ্জনাতেও
হারায়না সে দিশে।


বললো ভোলা দু'আনা ঢের
আটকে ভালোবাসায়
দু'আনা রয় খেয়ে পরে
বেঁচে থাকার আশায়।


দু'আনা তার আটকে থাকে
কোথায় নেবে ঠাঁই?
দু'আনা রয় আটকে -
যদি হারিয়ে আবার পাই।


দু'আনাতে আটকে নারী
স্বপ্নে বিভোর হয়ে
সন্তান তার বড় হয়ে
দুঃখ দেবে ধুয়ে।


আর ছ'আনার হিসেব দিতে
আর পারে না ভোলা
নারী কোথায় আটকায়?
সে প্রশ্ন রইল খোলা!