আমি এসেছিলাম - খুব নিঃশব্দে
তাই তুমি দেখতে পাওনি।
খুব কাছ থেকে আমি তোমায় দু'চোখ ভরে দেখেছিলাম।
তোমার বোঝার সাধ্য হয়নি
কারণ- আমি এসেছিলাম খুব নিঃশব্দে।


তুমি জানালার ধারে বসে ছিলে - খুব আনমনা
দুরে কোথাও তাকিয়ে ছিলে উদাস দৃষ্টিতে
দক্ষিনা বাতাসে হাসনা হেনার গন্ধ ছিল
গাছের পাতায় ঝিরিঝিরি শব্দ ছিল
তুমি একদমই লক্ষ্য করোনি
আমি এসেছিলাম - খুব নিঃশব্দে।


জোছনার আলো গাছের পাতা সরিয়ে
ঠিক তোমার তোমার মুখে এসে পড়েছিল
সে আলোতেই আমি তোমার মুখ দেখেছিলাম
কিন্ত তুমি আমায় দেখতে পাওনি
আমি এসেছিলাম - খুব নিঃশব্দে।।


জোনাকিদের মনে বাঁধ ভাঙা আনন্দ ছিল
খুব ছুটাছুটি করছিল ওরা - এদিক থেকে ওদিক
জোনাকির আলো, চাঁদের আলো
দু’এ মিলে স্নিগ্ধতায় ভরে দিয়েছিল তোমার মুখ
খুব মায়া ভরা আর উদাস লাগছিল তোমাকে।


আমি সত্যিই এসেছিলাম
তোমায় ছুঁয়ে যেতে
তোমাকে আরো আনমনা আর উদাস করে দিতে
আমি সত্যিই এসেছিলাম - খুব নিঃশব্দে
সত্যিই আমি এসেছিলাম
মনে মনে, হাওয়ায় ভেসে ভেসে
তাই তুমি দেখতে পাওনি
আমি সত্যিই এসেছিলাম ।।


     ---: সমাপ্ত :---