কথোপকথন(অপেক্ষা)


> হ্যলো .....
- এই, অনেকক্ষন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, কোথায় ছিলে তুমি?
> অপেক্ষা .....
- অপেক্ষা? মানে কি...
> না মানে , এই যে তুমি বললে অপেক্ষা করছিলে
- হম, সে তো আমি  .. তোমার ফোনের অপেক্ষায়..
তোমার তো ফোন করার কথা ছিল । তুমি কার অপেক্ষায়?
> আমি না , রবীন্দ্রনাথ
- মানে কি!
> গান শুনছিলাম, রবীন্দ্রনাথের, অপেক্ষার গান...
আমার এই পথ চাওয়াতেই আনন্দ.....
- কি হল থামলে কেন? প্লিজ ....
> অপেক্ষা কর...
- না পারবো না, সে তোমার আর তোমার রবীন্দ্রনাথের কাজ, আমি অপেক্ষা করতে পারব না
> সত্যিই পারবেনা?
- হ্যা  সত্যি সত্যি...
> তাহলে এক্ষুনি চলে এসো, অবসান হোক অপেক্ষার, চুলোয় যাক রাবীন্দ্রীক অপেক্ষার আনন্দ! আমি চাই না ওসব, অপেক্ষায় কোন আনন্দ নেই... ওটা ভীষণ যন্ত্রনার...
- তবে কোন আনন্দ খোঁজো তুমি...
> বৃষ্টি
- বৃষ্টি? এই অসময়ে?
> হ্য, মেঘ জমে জমে আকাশটা বড্ড ভারী হয়ে আছে, এবার বৃষ্টি হয়ে ঝরুক, আকাশটা হোক মেঘ মুক্ত, আমি মেঘ মুক্ত আকাশ চাই।
- কই? আকাশে একদমই মেঘ নেই তো!
> ভাল করে তাকাও ...
- হ্যা দেখছি তো, কোথাও মেঘ দেখতে পাচ্ছি না
> অপেক্ষা কর, দেখতে পাবে!
- আবারো অপেক্ষা?
> হ্যা, অপেক্ষা তো করতেই হবে, যতক্ষণ মেঘ তোমার চোখে না পড়ে...
- হম, এবার পড়েছে
> পড়েছে! কি করে পড়ল?
- বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে .... আমার হৃদয় পানে চাইনি... আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে...
> আমি কিন্ত অপেক্ষা করছি তোমার  জন্য.....
- একটু অপেক্ষা করতেই হবে যে....
> হা হা হা ....
- হা হা হা .....