শুনছি-দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!
তবে চাল নাই কেন্ ঘরে?
ঘরের চালের ছিদ্র দিয়া বৃষ্টিরা ক্যমনে পড়ে?
মিথ্যাবদীর দল!
যদি স্বাধীন হইছে দ্যাশটা, তবে এই চোখে কেন্ জল?
ওরা কইছিলো,
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


তবে গরীবরা কেন্ কাঁন্দে?
খুধা পেটে ওরা সারাদিন খেটে, এক বেলা কেন্ রান্ধে?
ধাপ্পাবাজের দল!
কেন্ গরীবের খানা চেটেপুটে খায় শোষকেরা আজো বল?
ওরা কইছিলো,  
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


তবে রাস্তার ইট কই?
হাড় ভাঙা শ্রম মাঠে ঘাটে, তবু অনাহারে কেন্ রই?
বেজন্মাদের দল!
জন্ম আমার আজন্ম পাপ, তোদের জন্ম সফল।
ওরা কইছিলো,  
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


তবে চলতেরে কেন্ বাধা?
আমার বোনের ধর্ষণকারী কোন সে হারামজাদা?
নষ্ট, ভ্রষ্ট কামুক
তোদের চলা বীরঙ্গনার অভিশাপে তবে থামুক।
ওরা কইছিলো,  
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


কারা আমার ফলানো খাদ্য
বিষ মিশিয়ে খাওয়ায় আমায়, কাদের এমন সাধ্য
মুনাফা লোভীর দল!
কত বড় তোর উদর খানা, আর কত খাবি বল?
ওরা কইছিলো,  
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


কেন্ হাসপাতালে সেবা নাই
প্রাণ যায় যায়, রোগীর আহাযারী, ডাক্তার তবু নাই
মানুষ খেকো হায়না!
গজ ব্যান্ডেজ, সুতা পুজ খাস, তবু তোর ক্ষুধা যায়না!
ওরা কইছিলো,  
দ্যাশটা নাকি স্বাধীন হইছিলো!


আবার ওঠোগো বীর শহীদেরা
দলে দলে হও যুক্ত, আবার হবে যুদ্ধ এদেশ করতেই হবে মুক্ত
সত্যিকারের মানুষ কোথায়? কোথায় মানবতা?
হায়নার মুখে ঝাটা মেরে তবে আনবোই স্বাধীনতা।
সত্যিকারের স্বাধীনতা।।