ভোলারে ও ভোলা --
নিত্য দেখি তোর ঘাড়েতে
মস্ত একটা ঝোলা।


কি ওটাতে? বলনা ভোলা --
নিত্য বয়ে বেড়াস
দিসনা জবাব কোনমতে
ছলে বলে এড়াস।


বললো ভোলা- এই ঝোলাতে-
দুঃখ জমা রাখি
ঝোলার খবর নিতে কেন
করছো ডাকাডাকি?


দুঃখ নেবে? নাও না কিছু
হাল্কা হব দিয়ে --
দুঃখের স্বাদটা পরখ কর
একটু খানিক নিয়ে।


সেদিন থেকে ভোলাকে আর
কেউ ডাকেনা পিছু --
দুঃখি ভোলার দুঃখ ছাড়া
ঝোলায় কি নাই কিছু!