আমার ভীষণ খারাপ
আছি দ্বিধাদ্বন্দে
শরীর আজ ম্যাচ ম্যাচ করে
কাটে সময় নিরানন্দে।


কাজে আজ মন বসে না
কি যে করি ভাই
শরীর যদি জোর না দেয়
কি করে তরী ভাসাই ?


খানা পিনা ভাল লাগেনা
রুচি বলতে নাই
যদি তুমি থাকতে পাশে
আনন্দ  একটু পাই।


হেলায় হেলায় কাটছে বেলা
কারো দেখা নাই
আইস তুমি কাল দুপুরে
দেখতে তোমায় চাই।


তোমার মুখের হাসি দেখে
মনে যেন শান্তি পাই
প্রাণে আমার নাই গো স্বস্তি
কেমনে তৃপ্তি  পাই?


ঝোপের ধারে ছোট্ট নীড়
বসত করি সেথাই
বাগিচাতে নানান ফুলের
খুশবু নিও ভাই।