অলিখিত পাতা
মহাদেব নন্দী
জানো আমার একটা অলিখিত মন ছিল।
সেখানে তুমিই প্রথম লিখেছিলে
কত স্বপ্ন কত আশা।
আর কি ছিল জানো,
তোমার আর আমার ভালোবাসার মুহূর্তগুলো,
জানি না কি কারনে হটাৎ করে,
খাতগুলো অমসৃণ আর ধুলো ধরতে লাগলো।
সেদিন ভাবলাম আবার লিখবো নতুন করে
একটু উল্টো ভাবে,
সেদিনের পর যখন খুবই কষ্ট হতো লিখে রাখতাম
ওই পাতা গুলোতে ।
কত প্রশ্নের ভিড়ে ভুলেই গিয়েছিলাম নিজের অস্তিত্বটাকে,
তোমার কি মনে আছে?
প্রথম পাতায় কি লিখেছিলো?
তোমার  নামটা যেটা আমি ডাকতাম,
আর কি ছিল জানো আমার অভ্যাসের কিছু মুহূর্ত,
ভাবছি ওই খাতার পাতা কে শেষ করে দিয়ে,
নতুন করে আবার খাতা খুলবো,
কোনো মায়ের কোলে গিয়ে,
কেনোনা ওই খাতা আর পেনটা
শুধু আমাকে পেন দিচ্ছে।
তোমার দেওয়া আঘাত গুলো সব সহ্য করেছিলাম,  
কিন্তু সেদিনের কাজ টা কি খুবই করার দরকার ছিল।
যা আমাকে আঘাত দিয়ে অন্যের সাথে কথা বলা,
আজ ও ভুলতে পারছিনা তোমার ওই নিদারুণ ভালোবাসা।
তুমি আমার ভালবাসা নিয়ে বারংবার প্রশ্ন করেছো
কেন তোমাকে ভালোবেসেছি।
এমন প্রশ্নের চেয়ে
চিৎকার করে বলতে পারতেতো
তোমাকে আর ঠিক পছন্দ হচ্ছে না।
তুমি আমার যোগ্য নও,
মেনে নিয়েছি সত্যি পারি নাই ভালোবাসতে ,
পারি নাই তোমাকে তোমার মত করে সুখে রাখতে
যা পেরেছিলাম অহঙ্কার করে বলবো না
শুধু সময়ের অপেক্ষা করে থাকবো
সময় একদিন বলে দিবে কি করে ছিলাম।