পারতে তোকে হবেই
মহাদেব নন্দী


কি হয়েছে এত কাঁদছিস,
কি হারিয়েছিস
যে এত মনমরা হয়ে আছিস ,
যাঁর জন্য তুই  পাগল
সে কি বুঝে তোকে,


জানি না  কিছু
শুধু জানি  ভালোবাসি জীবন দিয়ে,
সুখে রাখতে চাই ওকে,


তোর কাছে থেকে সে সুখী হয়েছে কি?
তোর স্পর্শে ওর জীবন ধন্য হয়েছে জানিস কি?
মনে হয় ও ভাবে ওর জীবনের অভিশপ্ত তুই  
মুক্তি পেতে চাই তোর কাছ থেকে।
তাহলে তো আজ হেরে গেছি
জীবনের কাছে মনের কাছে ,
না রে ,,,,,,
তুই হেরেছিস ঠিকই,
জিতেছি গেছিস ঈশ্বর কাছে
  আমকে সান্তনা দিয়ে কি লাভ বলতে পারো
তবে শুনে  সূর্য্য হেরে যায় ওই কালিমা মেঘের কাছে
, তবে কি সূর্য্য উটতে ভুলে গেছে ?
চাঁদ ও হেরে যায় ওই অমাবস্যার কাছে
তবে সেও সময়ের অপেক্ষায়
আবার পূর্ণিমাতে নিজের জীবন যুদ্ধে জিতে যায়।
তোকে আবার উঠতে হবে
নতুন করে বাঁচার আসা দেখতে হবে ,
সময় একদিন বলে দিবে
তুই কি ছিলি তার কাছে,
কি হারালো সে
তোকে বুঝাতেই হবে
জীবন যুদ্ধে দাঁড়াতে হবে,
যদি না পারিস ওকে কষ্ট না দিয়ে
সরে চলে গিয়ে
তোর জীবন নিভিয়ে দিয়ে বুঝিয়ে দে
তবে দেখ সে কত টা কষ্ট পাচ্ছে,
জানিস কারোর জন্য এই   পৃথিবী থেমে থাকবে না
আবেগ ত্যাগ কর বাস্তব আর সময় কে মেনে নিয়ে চল
প্রতিজ্ঞা কর তুই পারবি আবার সে আগের মতো করে।