তুমি অসীম
মহাদেব নন্দী
বুকের ভিতর কষ্টগুলো চেপে রেখে,
সময়ের স্রোতে গা ভাসিয়ে,
অসফলতা আর গ্লানি সঙ্গী করে,
একরাশ চাপা দুঃখ নিয়ে,
হাঁটতে থাকি, এবড়ো খেবড়ো রাস্তায়।
কখনো পড়ে দুমড়ে মুছরে
আবার কখনো সরল সাবলীল হয়ে,
দিশাহীন ভাবে, ছুটে চলি তোমার কাছে।
জ্যোৎস্নার স্নিগ্ধতার মত ,তোমার হাতে স্পর্শ পেতে।
বারবার ব্যর্থতায় মনে করিয়ে দেয় তুমি অসীম।
তোমাকে ধরে রাখার আমার দুঃসাধ্য।
তোমার মতো মানুষকে আমার মতো
কীটের ভালবাসার কোন অধিকার নেই।
তাই আমার ফেলে আসা স্মৃতিগুলো
যখন  পিছনে ছুটে আসে আমাকে ধরবে বলে,
কিন্তু এতটাই দূরত্ব করেছি
দিনের পর দিন আঘাত দিতে দিতে,
যা আজ ধরা ছোঁয়ার বাহিরে।
আজ হারিয়ে ফেলেছি নিজেকে নিজের থেকে
বাস্তবতার বেড়াজালে,রক্তাক্ত মাখা আস্তাকুড়ে।