মিটিলো না স্বাদ


তুমি আমার কল্পনার আকাশে
ভরিয়ে দিয়েছ বর্ণালী রঙে।
চাঁদের রূপালী আলো আর পাহাড়ের শীতলতা
তোমায় ছুঁয়ে পার করে ফেলি কত সহস্র রাত্রি।
তাও যেনো মনে হয়,পারিনা তোমার অন্তরে পৌঁছতে।
গ্রীষ্মে কনক-চাঁপা গন্ধে আর বর্ষা অশ্রুজলে পার করে,
হেমন্তে ঝিম্ নিশীতে
তোমার বুকে জেগে ওঠি ম্লান জ্যোৎস্নার রাতে,
নিজেকে সঁপে দিই তোমার ওই বক্ষশোনিতে।
তবু যেন মেটেনা স্বাদ তোমায় ভালোবেসে।
কেনো জানি না এখনো আছে বাকি তোমাকে ভালোবাসা দিতে।
পাহাড়ে বুক চিরে ঝর্না যায় বয়ে
ঠিক সেই ভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারতাম।
চাঁদের ওই স্নিগ্ধ আলোয় যেমন ফুল ফুটিয়ে তুলে,
ঠিক সেই ভাবে ভালোবাসা দিয়ে
তোমার মন ভরে দিতে পারতাম
তবেই ভালোবেসে আমার স্বাদ পূর্ণ হতো।