আমি নই সুন্দর, না কোমল
আমার পরিচয় আমি একজন সাধারণ মানুষ
ভগবান দেয়নি আমার ভাল রূপ, না ভাল গুণ,
যাহা পেয়েছি তাঁর অশেষ করুণা,
হ্যাঁ করুনা করুনা আর করুনা
শুধু ভগবান নয়- আমাকে সবাই করে করুনা
নিজের আপন স্বজন – করুণা করে চলে যায়
কেহ হেসেছে কেহ ভাল বেসেছে – প্রয়োজনে  
ভুলে যেতে চায় - আবার করুণা, দয়া, সত্যিই-
সত্যি আমি দয়ার পাত্র, বুক ভরে কেহ ভালবেসে
প্রয়োজন শেষে মন থেকে মুছে দেয়
আজ আমি একাকীত্বে নীরবে মনকে বোঝাই
সবই আমার ভাগ্য, দোষ কারো নাই-
সময়ের তাড়নায় আমি হয়েছি ভিটে হারা
কেহ করেছে পরিহাস কেহ করেছে করুণা
কবে কোথায় আমি হারিয়ে গেছি তাও জানি না
আজ আমি সবার করুনার পাত্র
নিজের প্রাণের খেয়ায় এসেছিল কোন এক পাখি
সে নীল আকাশে উড়ে গেল-  
পরজনমের কথা শুনিয়ে গেল-
সে করিল করুণা, হারিয়ে গেলাম আমি অসীমে
রহে গেলাম বাক রুদ্ধ সবার মাঝে