বন্দি আমি লোহার খাঁচায়
ছোট্ট একটি পাখি,
বাগদী পাড়ার চোরেরা
আমায় করেছে চুরি
স্বাধীন ভাবে পাইনা উড়তে
বসতে পাইনা গাছের ডালে
মা হারানো শিশুর মত
বন্দি আমি রই
গাইতে পাইনা দলের বুনো গান
তাই মনে ভরা বড় অভিমান
কত পাখি উড়ে যায় দেখি
শুধু নিরাশায় বুক বাঁধি
জানি আমি প্রখর তীব্র বর্ষাতে
প্রাণ বাঁচানো বড়ই কঠিন
তবু আমি চাই খাঁচা থেকে মুক্তি।