হয়তো তুমি লুকাবে নিজেকে
সবার সাথে তুলনা করে আমার
কিন্তু খুঁজে যাব আমি তোমায়,
মনের কোনে, প্রতিটি শ্বাসে তোমায়
এ স্মৃতির অকপটে প্রতিটি ক্ষণে ক্ষণে
তোমার মুখমণ্ডলখানি ভেসে উঠবে
স্মৃতি হয়ে থাকবে তুমি, আমার মনে
যতই যাচি তোমারে তুমি হয়ে ওঠো লাবণ্য
যতই দেখি তোমায় তুমি হয়ে ওঠো অনন্য
সেদিনের খেলাতে বেসে ছিলে তুমি ভালো
আজ চাইছ যেতে ছাড়িয়া আমায়,
পারবে না তুমি থাকতে না ভালো বেসে আমায়
কিন্তু আমার ভাষা তোমার প্রতিটি শ্বাসে
রাতের তারার মত জ্বলবে তোমার হিয়ায়
দিনের আলোয়, রাতের আঁধারে, নিশুতি রাতে
উঠবে তুমি জেগে আমার প্রাণের স্পন্দনে
ঐ জ্যোত্সনা ভরা আলোকে, সকালের কুয়াশায়
সওয়না রাতে, নিষ্প্রভ প্রদীপের শিখার মত
আমি তোমায় ভাল বেসে যাব, যুগের হাওয়া বইবে
কিন্তু তোমার মনের কোনে, হৃদয়ের স্পন্দনে,
সয়নে স্বপনে জাগরণে আমি চির নিত্য হয়ে থাকবো-
ওগো লক্ষ্মী তুমি আমায় যত করো তীরস্কার –
দাও তুমি নিজের কষ্ট, যদি ভাব ভালবেসে ভুল করেছো
জানবে জগত সত্য মিথ্যা নয় আমার ভালবাসা অটল
নয় ছল-নয় কপোট আমার প্রেমের বন্দনা-
পৃথিবীর সৃষ্টি অনন্ত, সাগরের জল নীল অনন্ত
আমি আসব ফিরে এই পৃথিবীতে, আশার প্রদীপ জ্বেলে
হয় মানুষ নয় তোমার চোখের তারা হয়ে
ওগো লক্ষ্মী কত খুশি দিয়ে ছিলে-
আজ সবই শুকনো ফুলের মালার মতো
সবই দিলে ফেলে
আজ তুমি ধীরে ধীরে করিলে সব অম্লান
বিষাদে ভরেছো নিজের সেই আকুলিত প্রাণ
কত হাসি ঝরতো তোমার মুখশ্রী থেকে
আজ কেন বারে বারে-সবার সাথে
তুলনা করো তারে-
ছেড়ে যেতে চাইছ আমায়,
যদি আমি ঠিক
পারবে না লক্ষ্মী স্মৃতি মুছে ফেলতে -
আমি চির জীবন থাকব তোমার পাশে,
এ আমার আশ, এ আমার শ্বাস
যতই করো তুমি আমায় তীরস্কার, ভর্তসনা, অস্বীকার
দুঃখ দিয়ে তুমি থাকবে না খূশি
যদি ক্ষণেকের তরে তুমি আমায় বাসো ভালো
আমার কথা পড়বে মনে তুমি আমার আলো,
ভাবছ বসে ওগো প্রিয়ে, পরজনমে আবার দেখা হবে,
পারিবনা থাকতে আমি বসে থাকতে পথ চেয়ে-
প্রখর গ্রীষ্মের গুল্মলতা ঝলসিয়া যায়,
বর্ষার আগমণে নদী নালা-গাছ গাছালীতে প্রাণ ভরে যায়,
চাতক যেমন বারি যাচে- বারে বারে
আমি চাইব তোমায় কোকিলের কুহু কুহ রবে
এজনমের ব্যথা কেন ঠেল পরজনমে
জীবন মৃত্যু তাহা বিধাতার হাতে-শুধু নিরবে চাইব তোমায়-
পরজনমের দোহাই দিয়ে রেখো না দূরে আমায়
শুধু হৃদয়ে প্রীতি দিতে চাইগো তোমায়
গ্রহণ করো তুমি, ওগো লক্ষ্মী ভুলো না আমায়