ছোট্ট বয়সে আমি হলাম গৃহিণী
মা-বাবা ভাইবোন সবাইকে ছাড়লাম
কিন্ত আমি পেলাম ছোট্ট এক দেওর আর স্বামী
সব ভুলে গেলাম-আপন স্বজনের কথা
পড়ে না মনে অতো বাবা মায়ের কথা
পেলাম আমার সোনার সংসার
রাম আর লক্ষণ দুই ভাই কাজে মেতে থাকে
দেওর আমার বড় খেয়াল রাখে-
আমার দুটি নয়ন- স্বামী-আর দেওর
তাদের নিয়ে আমার খুশির সাগর
দেওর আমাকে খুব যত্ন করে
যা খায় তার অগ্রভাগ আমাকে সে সাধে
স্বামীর সোহাগে আমি আহ্লাদিনী
সযত্নে রাখতাম তাদের আমি ভাগ্যবানী
দেওরকে কত শুধাইলাম বিবাহের তরে
চির কুমার হতে চায় সে- আমার সামনে
লোকের লাঞ্ছনা-গঞ্জনা আমি অনেক সয়েছি
তবু সে আমার দেওর নয়নের মণি
এত ছিল কাছে - আজ গেছে দূরে
ভাবি একা বসে চোখে আসে জল ভরে
সে আমার দেওর নয়নের মণি-