ওগো লক্ষ্মী


দ্যাখো নীল আকাশে উদিত হয়েছে প্রভাকর
প্রভাতের আলোয় তোমার মুখমণ্ডল হয়েছে বর্ণময়
দ্যাখো চেয়ে গাছের শাখে ক্রীড়ারত দোয়েল শ্যামা


ঐ দ্যাখো চেয়ে শিশিরে ভরে আছে ঘাসের ডগা
অতসীর ফুলে ফুলে প্রজাপতির আনাগোনা
দ্যাখো নয়ন মেলিয়া খেলিছে ভ্রমর-ভ্রমরী


ওগো লক্ষ্মী মান অভিমান করে থেকো না আর দূরে
বুকের মাঝে রেখেছো যারে-দগ্ধ করো না তারে


চেয়ে দ্যাখো সবুজ পল্লব আজি তোমার দিকে চেয়ে
গাঙ শালিক তার ডানায় ভরেছে রঙের বাহার
ফিঙে পাখি নাচে দ্যাখো গাছের শাখে শাখে


ওগো লক্ষ্মী মান অভিমান করে থেকো না আর দূরে
বুকের মাঝে রেখেছো যারে-দগ্ধ করো না তারে