আজ দিনের শেষে সন্ধ্যা বেলায়
হয়তো তুমি জ্বালিয়েছেো প্রদীপ
হয়তো ধূপের গন্ধে সুবাসিত করেছো
তোমার ছোট্ট ঘর খানি
আমি আজ রেখেছি তোমার কথা
পথের মাঝে থমকে দাঁড়ায়
ভেবে তোমার কথা
আজও নয়ন মুদে দেখি তোমায়
স্বপ্নগুলি স্মৃতির মতো ভেসে বেড়ায়
জানি কেন বুকের মাঝে জমছে এত ব্যথা
তুমি বলেছিলে পরকালে হবে দেখা
এ জনমে সাঙ্গ কবে হবে ভবলীলা
অপেক্ষায় দিন গুনছি এইতো শেষ আশা
কত বাসনা মনের মাঝে বেঁধে ছিল বাসা
আমি জানি না জন্ম-মৃত্যুর লীলা
শুধু বুক বেঁধে – ভাবি তোমার কথা
দুপুরে ঝিঁঝির ডাক – আসে কানে ভেসে
মনে হয় বুঝি - সে করুন সূরে
বোঝাই তোমাকে – ফিরে এসো তুমি
নিশুতি রাতে চাঁদের পাশে
দেখি ছোট্ট একটি তারা কত কথা বলে
আলো ছড়ায় স্নিগ্ধতা দিয়ে ভুবন ভরায়
তারি মাঝে মনে আমি মরুভূমি-
তোমার আশায়-দিনগুনি চির অনন্ত
মনে হয় আমি পোড়ো মন্দির
কেহ আসে না দ্বীপ জ্বালাতে
না দেয় ছড়া-না দেয় ঝাঁট প্রভাতে সাঁজে
তুমি চলে গেলে বহুদূরে – শুধু
আমি ভে্সে গেলাম – ভেলার মতন
কুল নেই দিশে হারা হয়ে
হয়তো ভাবিছ মনে আমার সব আছে
তোমার ও আছে সবকিছু
তবু কেন শূন্য হৃদয়-পাষাণ সম
হাহাকার করে – দিবা রাত্র
আমি জানি না পরকাল আছে কি না
তবু জানি সৃষ্টির স্রষ্ঠা লিখেছে বিধি
বেঁধে দিয়েছে তোমার ভাগ্য
দূর থেকে তোমায় করিব স্মরণ
স্মৃতিটুকি নিয়ে থাকব আমি
জানিব এটাই আমার ভাগ্য