তোমরা কি জান গৃহ হারার কি কষ্ট
তিল তিল করে সেঁচে ছিলাম আমার গৃহখানি
পরিবার লয়ে আমি বসিয়ে ছিলাম সুখের ঘরখানি
চাঁদের আলো আকাশ ভরা তারা দিতো আলো
মন ভরা ছিল খুশি – ছিল ভাল মন্দ
জানি আমি পরের মন্ত্রণাতে ভেসে গেছি স্রোতে
হয়েছি ভিটেমাটি ছাড়া-
অদৃষ্টের কোপে-বাস হারা হয়ে ক্লান্ত মনে –
ফিরছি পরের দুয়ারে আমি হতভাগা
কেহ করে আদর, কেহ করে অনাদার
কেহ হাসে – কেহ বলে অনেক কথা
অসহায় হায় আমি শুধু কেবল শুনি
নিরবে নোঙায় মাথা-
আজ মনের মানুষ-আমায় নিয়ে ভীত
যাকে বলি  মনের কথা
যার হাত ধরে পার হতে চাই
এই পড়ন্ত জীবনের শেষ দিনটা
কোন একদিন যবে ছিল আমার সব কিছু
আত্মীয় পরিজন-বন্ধু-বানধব যত
আজ যেতে চায় সরে
যত আগলায় তাদের – ভুল বোঝে তারা
শুধু ভাবি আর অশ্রু ঝরাই
কেহ বোঝে না মনের ব্যথা
- মহাদেব