আ! বড় খিদে পেয়েছে
আমি দেখেছি ঐ অট্টালিকা
আমি দেখেছি বড় পার্টির জলসা
কত আহার কত খাবার তারা ফেলে দেয়
অথচ আমার মত বিকলাঙ্গ-ভিক্ষুক
দেখলে লোকে মুখ ফেরায়-
কবে বাবা-মাকে হারিয়েছি মনে নেই
আজ আমাদের দেশ স্বাধীন- তবু কেন হেন দশা
কোথায় আমার স্বদেশ যেখানে মায়ের ভায়ের স্নেহ ভরা
সেখানে কেন এমন দশা
যেখানে স্বামী বিবেকানন্দ, রাজারামমোহনের দেশ
যেখানে জন্ম গ্রহণ করেছিলেন-রামকৃষ্ণ পরমহংস,
সাধক ব্যামা ক্ষ্যাপা, মাতৃভক্ত রামপ্রসাদ
রবীন্দ্রনাথ ঠাকুর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
তাঁহাদের সরল বাণী মানুষের মাঝে
মেল বন্ধনে ভালবাস সঞ্চার করেছিল
এখনও কী আমরা পরাধীনতার শৃঙ্খলে