মাঝে মাঝে লক্ষ্মী রাগ করে আমার উপর
তার অনেক অভিমান,
তাইতো ভাবি এতো দেখেও
লক্ষ্মী মাঝে মাঝে কেন করে
আমাকে না চেনারই ভান
আমার থেকে দূরে থাকতে চায় সে
ভয়ে ভেবে অবসাদে-কষ্ট চেপে রাখে
জ্যোত্স্না রাতে মেঘ যায় ঢেকে লক্ষ্মী যখন কাঁদে
লক্ষ্মীর কথা পড়লে মনে
চোখে আসে জল ভরে
মনে হয় ছুটে গিয়ে জাপটে ধরি তারে
স্মৃতিগুলি ভাসে সদা আমার মনের কোনে
চোখের কোনে জল আসে যদি দেখতে না পায় তারে
লক্ষ্মী বলে কষ্টে ভরা প্রেমের পরশ
এরই মাঝে স্বর্গ সুখ জীবন যে মধুর
দেহ হয়ে যায় ছাই আত্মা চির অনন্ত
প্রেম যে বড়ই মধুর পূজার সমতূল্য
গরল পানে হয় না মরন যদি লক্ষ্মী থাকে সাথে
দুঃখের মাঝে সুখ আসে যদি লক্ষ্মী বুকে থাকে
লক্ষ্মী রূপিনী মানবী তুমি যদি চাও ছেড়ে যেতে আমায়
আমি হয়ে যাব নিঃসঙ্গ-এই ভব সংসারে
ধরিত্রীর বুক ফাটে পিপাসায়-প্রখর গ্রীষ্মের দাবদাহে
অনন্ত কাল আমার বুক ফাটবে তোমাকে না পেলে
চাতক বারি যাচে শূন্য থেকে মহা শূন্যে
আমার প্রতিটি কষ্ঠস্বর থাকবে শুধু তোমার জন্যে
গঙ্গা বয়ে আসে কত পাথর কর্ষণ করে
আমিও জানি লক্ষ্মী আসবে তুমি সমস্ত কষ্ট ভুলে