এ কেমন কান্না হাসির মাধুরী তুমি
চন্দ্র সূর্যের মাঝে ধরিত্রী তুমি
দুটি ফুলের বৃন্ত তুমি-
পুঁতির মালার গ্রন্থ তুমি
ঝিনুকের মাঝে মুক্ত তুমি
গঙ্গা যমুনার সলিল তুমি
এ জনমে নাই বা থাকলে আমার সাথে
হৃদয় মাঝে-ভরে রেখেছি তোমায় আগে থেকে
জনমের পর জনমের আগে
মিলে ছিল তুমি আমার সনে
তাইতো ফিরে এলাম তোমার বক্ষে
বিধির লিখনে রাধা ছিল কৃষ্ণের প্রেমী
রাধা ছিল কৃষ্ণের শক্তি-ভক্তি
সেই পরমেশ্বরকে পাওয়া যায় রাধার প্রেমে
আমি আমার লক্ষ্মীকে পায় ভালবেসে
সেই একই কথা বার বার
ঝরে বৃষ্টির মতন
লক্ষ্মী শুধু তুমি আমার- আমার প্রেম
আমি কে-
আমি তোমার কে তুমি বুকের মাঝে খোঁজো
চোখটি বুজে সকল কাজে-তুমি আমার কথা ভাবো
তাইতো আছি শ্যাম-হয়ে তোমার আঁখি পটে
তুমি আমার বিষ্ণু প্রিয়া-তুমি আমার লক্ষ্মী প্রিয়া
থাকবে সারাজীবন ধরে
কষ্ট পেয়ে - পারেনি থাকতে রাধা
কৃষ্ণ বিহনে-
রূক্ষিনী ছিল কৃষ্ণের সহধর্মী-
আর রাধা ছিল কৃষ্ণের অন্তরাত্মা
তুমি যখন কাঁদো-
শ্যামের হৃদয় যায়গো ফেটে
বিগলিত অশ্রধারা ঝরে দুই নয়ন থেকে
এ কেমন কান্না হাসির মাধুরী তুমি
আমায় ভালবাসো-সাগরের অতল তলে
হৃদয় মাঝে শ্যামকে ভরে রাখো