আমি হতে চাই ভোরের শুকতারা তোমারই জন্য
আমি হতে চাই তোমার নিশুতি রাতের স্বপ্ন
আমি লিখি কবিতা শুধু তোমারই জন্য
আমি হতে চাই খেয়া ঘাটের নৌকো
যেখানে তুমি থাকবে বসে শুধু আমার জন্য
আমি হতে চাই ঐ বাগানের ফুল
যেখানে করে অলিরা খেলা-তারি চারিভিতে
যেখানে সাঁজ সকালে তুমি আসো ফুল চয়ন করতে
আমি হতে চাই মরাল হয়ে খেলিতে ঐ পুষ্করিনেতে
যেখানে আসো তুমি তোমার কোমল চরন ধুইতে
আমি হতে চাই রাখালের বাঁশি বাজিব সদা
যার ধ্বনিতে তুমি মেলবে নয়নের পাতা
তোমার এলো মেলো কেশে দিতে চাই গুঁজে ছোট্ট ফুলের মালা
তোমার সুন্দর মুখখানি হয়ে থাকুক আমার মনের আয়না