আজকে যতেক শুনছি মোরা
ভালোবাসা হয় না চিরস্থায়ী
নদীর বালুর মতো উড়ে যায় খালি


কাঁদিয়ে প্রাণ, ভেসে যায় নদীর স্রোতে
দুটি প্রাণ ব্যথা পায় কষ্ট মনে এনে
কেহ চায় সরে যেতে কেহ থাকে আঁকড়ে


প্রকৃত হৃদয়ের বিনিময় সত্য হয়ে
থাকে ধরার মাঝে- যতই কষ্ট হোক
বেঁচে থাকে ভালোবাসার টানে


ভালোবাসায় আছে আঘাত সত্য সবাই জানে
ভালোবাসা মনের ভাষা, নয়নের মণি
দুটি মনের মিলনে সৃষ্টি হয় ভালোবাসার খনি


ভালোবাসা কখন আসে কেহ জানে না যে
দেখে না সময়, দেখে না বয়স, দেখে না দিন খন
আগলে রাখে দুইজনাতে তনু দুটি মন



যখন মনে কষ্ট আসে যায় দুটি মন ভেসে
একে ওপরের ভুল বুঝে যায় যে দূরে সরে
যারা সত্য ভালবাসে থাকে নাকো দূরে
একে ওপরের না দেখলে ব্যথায় বুকটি ভরে


দৌড়ে আসে প্রাণের টানে
কাঁদে অঝোর ধারায়
ভেসে যায় দুটি মন
জীবন নদের ধারায়