চরশো কোটি বছর হলো
জন্ম থেকে মৃত্যু;মৃত্যু থেকে মৃত্যুর প্রাচীন গ্রামাঞ্চল পর্যন্ত
সহস্র বছরের যাত্রা পথে
কতো -ত্ব যুক্ত শব্দের অধ্যায় শেষে
২৮ নং বনলতা লেনের সম্মুখে দাঁড়িয়ে দেখি
আমাকে কেউ চায় নি।

অনাদির কলসে আজন্ম জোছনা সাঁতরে
প্রান্তিক ভোরে বেদনার কপালে চুমু দিয়ে ঝরা বকুল ব্যর্থতায়-
কুঁকড়ে গেলেও নরম ব্যান্ডেজে কেউ মুছে দেয় নি জ্বর।
কোথাও মেলে নাই ঠাঁই।
কেবল দুঃখের গণজোয়ার ভেঙেছে বুকের পাটাতন
নিষিদ্ধ গোলাপে হয়েছে অস্ত্রের উল্লাস।

হৃদপিণ্ড খুঁড়ে কেউ দেখে নি
কতটা ভাঙনের পর দাঁড়ায় হিমালয়
বিস্ময় চোখে কেউ দেখে নি
ফুলের দোকানে আগ্নেয়অস্র বিক্রি করার দৃশ্য
মিনারেল পানির বোতলে মদ
জনস্রোতে মরা মানুষের হেঁটে চলা অতঃপর আত্মাহীন মানুষ।

ফরেনসিক তদন্তে উঠে আসে নি আমার মৃত্যু কারণ
কেউ ক্ষতিয়ে দেখি নি আমি বেঁচে ছিলাম কিনা
আমাতে কেউ আগ্রহ করে এই লোকালয়ে
সত্যি বলেতে কেউ আমাকে চায় নি
কোটি বছর যাত্রার পর নিশ্চয়ই তুমিও জানবে
কেউ কাউকে চায় না।

তারিখ:২০/১১/২০২৪ ইং