মার্চের শহর
কাজল ভেজা বৃষ্টির গন্ধে
রক্ত জবার শাখায় শাখায়
বসতি স্থাপন করেছে সূর্য দ্বীপের আদিবাসী
ফাল্গুনী পূর্নিমা যেন মায়া হরিণ
ধুঁয়ে গেছে পূর্ণিমা শহর রক্তে রঙিন।


মার্চ থেকে ডিসেম্বর
রক্তের হলিতে মুছে গেল সিঁথির সিধুর
দগ্ধ সবুজ ঘাস রক্তজলে ফিরে পেল প্রাণ।
শকুনেরা দল বেঁধে ঠুকে ঠুকে খেল লাশ
পোড়া আর পঁচা লাশের গন্ধে মাতাল ছিল আকাশ।


আজো তাই রাজপথে মৃত্যুর নগ্ন নৃত্য
রক্ষাশালায় বস্ত্র হরন দূর্নীতিতে দেশ ক্ষত বিক্ষত
জননীর ধর্ষিত লাশের বিবস্ত্র চিত্র।
এখনো শোষিত জনতাই চলছে আমলাতন্ত্র
মার্চের শহর
কাজল ভেজা বৃষ্টির গন্ধ।