একটি এন্টিবায়োটিক চুমুর দাবীতে
রাজপথে গড়ে তুললে অবরোধ
আর মিছিলের স্লোগানে স্লোগানে মুছে দিলে
ভালোবাসার পুড়নো সংক্রমণ।


চারু নুপুরের নির্জনতায়
অক্সিজেনে ছুঁড়ে দিলে বিষন্নতার বিষ
উন্মাদ প্রেমে ভরে উঠলো বর্ণিল কার্ণিশ
তবুও প্রেমের বানিজ্যিক ঋণে
ধ্রুপদী ভালবাসার গল্প বলিস।


ভুল আদরের ক্ষতে হয়ে উঠেছি-
ব্যাকুল স্থপতির এক ছিমছাম সন্নাসী।
তারপর থেকেই অনুভূতির লাশের মিছিল
পোড়া ইটের আহত শরীর
কতিপয় পদাবলীর কোমল বিষফোঁড়া
যা আমাকে তাড়া করে বেড়ায়।


এন্টিবায়োটিক চুমুর দাবীতে আমিও
হাতে তুলে নেই ধূসর কুয়াশার খাতা
রাজপথে গড়ে তুলি পারমানবিক আন্দোলন
আর তাক করে রাখি সহস্র আনবিক বোম।


তারিখঃ ০৫/০১/২০২৩ ইং
স্বামীবাগ,গেন্ডারিয়া ঢাকা ১২০৪।