ভালোবাসি বলতে না পারার ব্যর্থতাও
নেহাৎ কম নহে;
গভীর সংকট
যেন মৃত্যুর দূর্তের মুখোমুখি
তার হাতে আধুনিক যুগের আনবিক বন্দুক
আমার হাতে গোলাপের পাপড়ি।


যথেষ্ট সংকট আছে
ভালোবাসি বলতে না পারার
কাজলের মূল্য হ্রাস পায়,স্বপ্নের দাম বাড়ে
শব্দটা হৃদপিন্ডে স্টোকের কারণ হয়ে দাঁড়ায়।


কসম আষাঢ়ের চেয়েও ঢের বেশি
চোখের বৃষ্টিতে ভিজতে হয়
অন্ধকারে খুব হাঁসপাস লাগে,
মনে হয় অক্সিজেনে কেউ বিষ মিশিয়েছে
নিশ্বাস বন্ধ হয়ে আসতে চায়
ভালোবাসি বলতে না পারার ব্যর্থতায়।


সংকট নেহাৎ কম নহে
হৃদপিণ্ড কোষে ঘুরে বেড়ায় প্রণয়ের মৌমাছি
হুল ফোঁটায় গুন গুন গান যায়
নির্জনতার সতীন আমাকে কোটি বছর ঘুমাতে দেয় না
ব্যর্থতা মোটেও কম নয়
ভালোবাসি বলতে না পারার ব্যর্থতা।