জ্বর ছুঁয়েছে জোছনা
কুয়াশারা ভিজেছে ক্রমাগত রোদে
অবেলায় উদ্যানে সমাবেশ ডেকেছে
মনখারাপে ব্যামো আর হঠাৎ বুকের ব্যথা।


ইত্যাদি ইত্যাদি কতো মনোরম অভিযোগ
আসলে কোন কিছুনা;
সব অভিযোগ আমার দুরত্বকে ঘিরে
আমার চোখে চোখে থাকার বাহানা
অজুহাতের গভীর স্লোগানে জানিয়ে দেওয়া
আমার অশান্ত বুকটাই তার প্রিয় ঠিকানা।


সন্ধ্যা শুরু হতে না হতেই ভয়
যেন আদিবাসী গল্পের ভুতের আবির্ভাব
ভয়ে দম বন্দ হবার উপক্রম যেন অক্সিজেন স্বল্পতা
সত্যি বলতে কিছুই না-
সব অভিযোগ আমার দুরত্বকে নিয়ে
যেন রোজ সন্ধায় তাড়াতাড়ি তীর্থে ফিরে
হৃদপিষ্টের একনিষ্ঠ মৌলিক উজ্জ্বলতা।


সকল মিথ্যা অজুহাতে
নিটোল নিখুঁত একটাই স্কেচ
কেবলই একটাই  মৌলিক দাবী
আড়াল হলেই হাড়িয়ে ফেলি সুখের সকল চাবি
তোমার দুরত্বে আমার মন ও মগজে
শুল ফুটায় যন্ত্রণা সকল প্রকার ব্যাধি।