যদি নির্বাসন বাসর সাজায়
রক্তিম গোধূলির বারান্দায়
আমি খুন হবো বেলা অবেলায়।


যদি নির্বাসন বাসর সাজায়
আমি পাঁজরের গিট খুলে দিব
আর তীর্থের অমৃত স্রোতে ভেসে যাব।


কাজল ভেজা বৃষ্টির জল
কবিতার কালো অক্ষরের মতই সরল
সবুজের দগ্ধতা আজ কত নির্মল।