হৃদয় শুষে নিয়েছে রক্তচক্ষু ভালোবাসা
মায়াবতী কাজলের সীমান্তে জমা ছিল প্রেমপত্র
আমি হারিয়ে গিয়ে ছিলাম সীমান্তের কাঁটাতারে
আমাকে ক্ষমা করেনি বরং হত্যা করেছে।


শিরোনামের লাবণ্য ছুয়ে আমি নেমে এসেছি
উষ্ণতার আদি গহব্বরের ফুটন্ত লাভায়
যুদ্ধ বিধ্বস্ত সীমানার দৈনিক বিজ্ঞাপনের দেয়ালিকায়
ভালোবাসার ডাক নামে আমাকে হত্যা করছে।


নিরবতার জলোচ্ছ্বাসে ধুয়ে গেছে অফুরন্ত প্রণয়
জ্যোৎস্নায় ডুবে গেছে শতাধিক প্রেমিকের লাশ
পোড়া গন্ধে মাতাল নির্বাসিত মৃত্যুদন্ডের নিরাপত্তা
আমাকে ক্ষমা করেনি বরং সে করছে হত্যা।


কোমল তুলতুলে কয়েকটি হাড্ডিসার কৃষ্ণ কঙ্কাল
সহস্র চন্দন নির্বাসিত জন্মের কলঙ্ক মেখে আছে
প্রিয় খুনসুটি বুকের সবুজ বোতাম অনেক ছিঁড়েছে
আমাকে ক্ষমা করেনি বরং সে হত্যা করেছে।