কতদিন হয়
তোমার চোখে চোখ রাখা হয় না
কাজলের অন্ধকারে হারিয়ে যাওয়া হয় না
চিৎকার করে বলা হয় না ভালোবাসি।


কতদিন হয়
উদাস উন্মাদ দুপুরে খুঁজা হয় না
তোমার থরথরে কাঁপা হাতের উষ্ণতা
আর হাঁটতে হাঁটতে বলা হয় না ভালোবাসার গল্পটা।


কতদিন হয়
সন্ধ্যায় এক মুঠো চায়ের উষ্ণতায়
কাঠ গোলাপের বিবর্তন বিপ্লবে
চিৎকার করে বলা হয় না ভালোবাসি।


কতদিন হয়
জন্ম ভিক্ষার আকুতি নিয়ে
কৃষ্ণচূড়াহীন বসন্তে ভাঙ্গা মন্দিরের পুড়ানো গলিতে
চিৎকার করে বলা হয় না ভালোবাসি।