যদি নির্বাসিত বাসরে আর একটি বার
মৃত্যুর জন্য আন্দোলন হতো,
আমি নিশ্চয়ই খুন হতাম
যদি প্রেম আমাকে মৃত্যুদন্ড দিত।


যদি কাজলের জলে নির্ঘুম শহর
শোকের বৃষ্টিতে ভিজে যেত,
আমি তীর্থের সেই রাস্তা ধরে
আত্মঘাতী বিদ্রোহী হতাম।


যদি চুম্বনে চুম্বনে আর একটি বার
বুকটা ঝাঁজরা হয়ে যেত,
আমি নিশ্চয়ই খুন হতাম
যদি প্রেম আমাকে মৃত্যুদন্ড দিত।


যদি মহান মৃত্যুর বড্ড তৃষ্ণায়
রাজপথে মিছিল মিটিং হতো
আমি নিশ্চয়ই তীর্থের সেই রাস্তা ধরে
আত্মঘাতী বিদ্রোহী হতাম,
আমি নিশ্চয়ই খুন হতাম
যদি প্রেম আমাকে মৃত্যুদন্ড দিত।