কে তুমি মহাযোগিনী
হত্যা যজ্ঞের মহান নেশায়
চোখে কাজল পড়েছ?
নীল শাড়িতে উদাস দুপুরে
বাঁকা ঠোঁটে কালো তিলে
বিষাক্ত সোবল দিচ্ছ।


সচ্ছল নিরবতার জনসভায়
কে তুমি তিলোত্তমা
আমায় ভালোবাসা শিখাচ্ছ।
কবিতার কসম খেলাম
স্বাধীনতা পেয়ে গেলেই
আমি দুঃখ জমা দিব।