খানিক পূর্বেই জোছনা ছিল
ঘন মেঘের আড়ালে ঢাকা পরেছে সূর্য
এখন গাঁ ছমছম অন্ধকার হঠাৎ
বুটের আওয়াজ যেন এদিকেই আসছে
আচমকা দরজা লাথি তারপর ঘরে ডুকলো
মাথায় পিস্তল ঠেকালো ইশারায় বললো চুপ
কিছুই বুঝে উঠতে পারলাম না।


টেবিলের পরে থাকা জীবন্ত দুঃখগুলোও
খানিকটা ভয় পেল কিন্তু চুপচাপ
কালো কাপড়ে আমার চোখ আর
শক্ত করে হাত বাঁধা হলো
আমার হৃদপিণ্ডের চার আঙ্গুল নিচে
সজোড়ে লাথি মেরে বলল হারামজাদা
তারপর আমাকে উঠিয়ে নিল গাড়িতে।


আমার মুখটা শক্ত করে বাঁধা
দমবন্ধ হয়ে আসতে চাচ্ছে
এক মুঠো স্বাধীনতার জন্য আর  
পেটের ক্ষুধা নিবারণের জন্যই তো
দুঃখের চাষ করেছিলাম অনন্তকাল
সেই দুঃখরা আজ সুগন্ধ ছড়ায়  
আর আমি পেয়ে যাই স্বাধীনতা
হে প্রেম অন্ধকারসম স্বাধীনতা।