বাহ্ অলস যন্ত্রণা ইদানীং বেশ খামছে ধরেছে
রক্ত হলিতে মেতেছে জলরং ফানুস আর বসন্ত
অসংখ্য ব্যর্থ দীর্ঘশ্বাস নেমেছে বিপ্লব উৎসবে
অভুক্ত লাশের অভিশাপেই কবিতা ফেঁসে গেছে।


মুক্তির মহার্ঘ মন্ত্র উচ্চারণ হয়নি বহু অম্যবসায়
তিমির ছেড়ে গেছে জানালায় আর দেয়ালিকায়
নিকোটিনে পুড়ে গেছে বিক্ষিপ্ত এক জোড়া ঠোঁট
ঘুমিয়েছে প্রেমিকা দেখেনি সবুজের ভাঙা বুক।


অবেলার প্লাটফর্মে জ্বলসে গেছে কবিতা সম্মিলন
নিরেট ফরমালিনে ডুবে বেঁচে আছে শব্দ নগর
দীর্ঘশ্বাসের স্লাইকোণে গর্জে উঠেছে প্রশান্ত মহাসাগর
ইদানিং ভাঙ্গা বুকেই বেঁচে আছি জন্ম জন্মান্তর।