সৌর জগতে কিছু নক্ষত্র ছড়িয়ে দিয়ে
সূর্য হয়ে পুড়ার নাম হয়তো  জীবন।
সকালের সিগ্ধতায় কেউ কেউ মুগ্ধ হবে
ছুঁয়ে দিতে চাইবে তোমার তুলতুলে গাল
গোধূলির বেলায় আঁকরে ধরতে চাইবে
মায়া ভালোবাসা আর সামগ্রিক পিছুটান।


ফসলের মাঠে উজ্জ্বল নদীর বাঁকে বাঁকে
সোনালী ধানের শীষে রাস্তার দূর্বাঘাসে
নাগরিক যানজটের অন্যতম কোলাহলে
জলীয় ল্যাম্প পোষ্টের প্রান্তিক পেক্ষগৃহে
নির্ঘুম শুদ্ধতার স্বপ্ন ভুলে যাওয়া ব্যর্থতায়
বিক্ষুব্ধ মিছিলের এক আনবিক যাত্রায়
জলছবিতে আঁকা দুর্ভিক্ষের আলপনায়
মানুষ খেঁকো ভালোবাসাও এক জীবন।


জন্মহীন মৃত্যুর তৃষ্ণায় অস্বাভাবিক ছুটে চলা
অপাপ্তির অপূর্ণতায় দিন রাত মিছে গল্প বলা
দাসত্বের গণহত্যা জরিপের একমাত্র আসামী হওয়া
প্রেমিকার রক্তাক্ত চোখকে অপেক্ষা করে যাওয়া
আর চন্দ্রন কাঠের নির্মম শ্মশানে অবিরাম জ্বলা
বৃষ্টিতে পোড়ে রোদ্দুর ক্লান্ত জীবনের ভেলা।