আহত কিছু গল্প হাতছানি দেয় জানালায়
প্রেমিকার চোখে বৃষ্টি ঝরে অবেলায়
কৃপণ ভালোবাসা আসে দূর বসন্ত মহিমায়
পাখি এসে ছুঁয়ে দাও নাগরিক এ আমায়।


বিষম আলোর বন্যায় স্যাঁতস্যাঁতে উদ্যানে
ক্লান্ত একদল হাওয়ার বিরহবাদী সম্মিলনে
দীর্ঘশ্বাসে ফুসে ওঠে ফুসফুস অব্যাক্ত বেদনে
শোকের চঞ্চল তীর্থে আচমকা হারাই আনমনে।


তুলোর মতো স্পর্শকাতর বিষন্নতার চাদরে
ভালোবাসার পর্যটন ভুমির নুন নদের গভীরে।
গন্ধহীণ চির যৌবনা তীব্র অনুভূতির প্রভাত প্রহরে
একাকিত্ব জাপ্টে ধরে দুঃখের  চাষ করে।


উর্বর পলি মাটির নির্মল ক্লান্ত  বীজতলায়
ভরপুর ব্যস্ততার ফসলে নিরবতার অবেলায়
শিশির সিক্ত সবুজ দূর্বা ঘাসের ছোঁয়ায়
রংধনুর ভালোবাসা দাও নাগরিক এ আমায়।


তোমার শহরের প্রিয় অলিগলি রাস্তায়
খুন হয় প্রজাপতি প্রেম ঘাতক ব্যস্ততায়
রক্তাক্ত চোখ শুকাতে দেই সূর্যের জানালায়
পাখি এসে ছুঁয়ে দাও নাগরিক এ আমায়।