যদিও সারা আকাশ জুড়ে জোছনা
তবুও আজ বৃষ্টি হবেই হবে
হৃদয়ে বাস্তুভিটায় এ যে এক নিয়মিত দাবী
একুশের জঘন্য সংকলনের সাথে সন্ধি করে
চলতে না পারার ব্যর্থতাই আজকাল
আমাকে আত্মহত্যার খুব কাছাকাছি নিয়ে যায়।


হে বর্ণমালা
শব্দের অকাল ছন্দ পতনের সুর
সাইবেরিয়ার তীব্র শীতের মতোই
মৃত্যুর গন আন্দোলনে আমাকে কাঁপায়।
জোনাকির মৃদু আলোর উষ্ণতায়
বেঁচে আছি আজ আমি একুশবাদী সভ্যতায়।


যদিও সারা আকাশ জুরে জোছনা
তবুও আজ বৃষ্টি হবেই হবে
উর্ধ্বমূখি কৃষ্ণচূড়ার নিচে খুন হবে স্বপ্ন
একুশের জগন্য সংকলন কিনে নিবে কেন্দ্রীয় শহিদ মিনার
আমি মৃত্যু খুব কাছাকাছি গিয়ে দাঁড়াবো
চিৎকার করে বলে উঠবো প্রিয় বাংলায়
জব্বারের রক্তে রাঙা প্রভাত ফেরির স্বপ্ন
একুশের জঘন্য সংকলনে তোমরা করেছ বিশাল অযত্ন।