গল্পরা কাজল ছুঁয়ে নেমে আসে
তোমার লাল উষ্ণতার উষ্ঠে
হয়তো তখনই আমি বেপরোয়া নাবিক।


প্রতেহ্য ভোরে তোমার ভেজা চুলগুলো
রাজপথে ডাকে মিষ্টি একটা অবরোধ
তখনি স্লোগানে বলে যাই ভালোবাসি।


ব্যস্ততার সকাল শুরু হয়
হলদে বর্নের চায়ের গন্ধটা  
দিগন্ত জুড়ে ডানা ঝাপটা দেয়
আর তখনি বলে যাই ভালোবাসি।


সূর্যটা উঁকি দেয় পূর্বাকাশে
আর অধূরা আলোর মিছিল
অলসতা ভেঙে ভালোবাসে।


গল্পরা কাজল ছুঁয়ে নেমে আসে
তোমার লাল উষ্ণতার উষ্ঠে
হয়তো তখনই আমি বেপরোয়া নাবিক।