গত রাতে  জানালার গ্রীল ধরে কেঁদেছি
চোঁখে নেমে এসেছিল অঝড় শ্রাবণ।
বর্ষার অবিরাম ধারায় ধুয়ে গেছে সর্বাঙ্গ
মাথা ভর্তি ছিল জ্বলন্ত শ্রাবনী চিন্তা।


বিষ বাষ্পের জলিওকুড়ি ভেঙেছে নিরবতা
আকস্মিক উদ্ভুত জোয়ারে দু'চোখের পাতা।
জোরেশোরে বন্ধ হয়ে আসছিল নিঃশ্বাসের রাস্তা
ক্রমশ বিচ্ছিন্ন হয়েছিল জিবনের সকল সজীবতা।


অন্ধকার জাপটে ধরে বিষন্নতার চুমু দিল
নরকের ঋতু নোঙর ফেললো বক্ষ প্রাচীরে।
সুবিধা বঞ্চিত উত্তর পৃথিবীর দুঃখের গল্পগুলো
জোনাকি পোকার মত সারা রাত টিপটাপ জ্বলল।
ক্লান্ত শরীর সত্বার ছুটিহীন কাতরতা
অভুক্ত প্রেমের তীব্র জ্বালায় আহত গুচ্ছ গুচ্ছ ব্যথা।


এলোমেলো চিন্তা গুলো নাস্তানাবুদ করে ছাড়ল
পরে রইল পরিত্যক্ত ভাঙ্গা কূপের অন্ধকারে প্রেম।
মৃত মাছের মত উন্নত মানের ফরমালিনে
খানিকটা দুরত্বে শত সহস্র লাশ গিয়েছিল  জমে।