প্রিয় দুঃখ চুপ থাকো
ভালোবাসা অনন্ত উপবাসী
হৃদয়ের রক্ত আলতা
আজকাল পোড়া গন্ধে মাতাল
প্রণয় তীর্থ জুঁড়ে হাহাকার
অপ্রেমের কিছু ছায়া
প্রেমিকের জলন্ত কঙ্কাল
অনুপমার চোখে বর্ষা
হায়!পোড়া ভালোবাসা।


আমাকে ছুঁয়ে ঝরে পর দুঃখ
যন্ত্রণা ক্যানভাসে বারংবার
আমি মাদুলিতে তুলে রাখবো
দীর্ঘশ্বাসের কাল বৈশাখী দিব
নীল আকাশ ভেঙে বৃষ্টি হবো
তবুও দুঃখ তুমি চুপ থাকো।


ব্যর্থতার পাহাড় আমাকে আদর করুক
আমি মৃত্রিকার বুকে জেগে উঠবো
বিষদগ্ধ নীলাদ্র ঘাস হয়ে
সভ্যতার অরন্যে খুঁজে নিব
রাসায়নিক সারহীন কবরের মাটি
তবুও দুঃখ তুমি চুপ থাকো।


আমি বেঁচে আছি জন্মান্তর
এসিডে ঝলসে যাওয়া তোমার শরীরে
অপ্রাপ্তির এক আকাশ নীলিমায়
তোমার অনুভূতি আমায় জাগায়
বিংশ শতাব্দীর এ পাড়ায় ও পাড়ায়
দুঃখ তুমি চুপ থাকো
না পাওয়া ভালোবাসার অবহেলায়
আমার অবগাহনের এ বেলায়।