তোমার জন্য এতো আয়োজন
কাঁচা হলুদ আর এক গুচ্ছ ভালোবাসা
চন্দন মেঘেদের ঝরনা ধারা হতে
তুলে এনেছি তুলতুলে বৃষ্টির সচ্ছ জল।
বকুল ফুলের কাঁকন পাটের জামদানী
বুনো ফুলের নোলক আর মাটির দুল।


বহুদিন অপেক্ষায় হে ভালোবাসা
এ পাড়ায় তোমার পদচিহ্ন পড়ে না
এক গভীর রাত্রী অপেক্ষার পর
ক্লান্ত হয়ে ঝরে পরে শেফালী ফুল
চাঁদ ঘুমিয়ে পরে সূর্য জাগে আর
কুঁকড়ে যেতে থাকে আমার বেলকুনি।


বেলা অবেলায় এ পাড়ায় ছিল আড্ডা
আজ এতো আয়োজন তবু তুমি নেই
বসন্ত তিতাসের বুকে বৈরাগী রাগে জেগে উঠে
কেউ চিৎকার করে বলে উঠে হায় প্রেম!
আমার ভয় হয় আমি শিউরে উঠি
তোমাকে খুব করে জড়িয়ে নিতে ইচ্ছে হয়
কিন্তু চাঁদ ঘুমিয়ে পরে সূর্য জাগে আর
কুঁকড়ে যেতে থাকে আমার বেলকুনি।