ভিসুভিয়াসের রাক্ষুসে অগ্নিশিখার জ্বালামুখে করেছে অসুর অপঘাত
সুপ্ত আগ্নেয়গিরির বিষ্ফোরনের জাগ্রত নগরীর গন জমায়েত।
সম্পূর্ণ আড়ষ্ট,বায়বীয় মেঘ,অগ্নি সোবলের ত্রিকোণ ছায়া
তিমির-পক্ষ,দাঁড়কাক ডাকে,বাসুকী নাগ দেয় মম পাহারা।


অগ্নি স্ফুলিঙ্গ,দগ্ধ ভূমি বিস্তীর্ণ শ্মশানে গনমুক্তির আন্দোলন
চক্রাকারে ঝাপসা সমীকরণে প্রতিবাদী চতুর্ভূজা  জীবন।
পর্বতের ঢালু পথে জুলুমবাজ সামরিক আখড়ায় বৈশাখী হাওয়া
আমি হাসি স্থিত হাসি,জ্যোতির্বলয়ে পঞ্চদশনয়না পাওয়া।


নিশ্চুপ চেতনার কফিন তীব্রতম যন্ত্রণায় জ্বলন্ত দীর্ঘশ্বাস
সামরিক শিবিরে গ্যানেট বিষ্ফোরনের এক বিকট আওয়াজ।
অন্ধ কয়েদি,অমীমাংসিত সন্ধিতে বাধ্যতামূলক প্রস্থান
চেতনার পথে বিদ্রোহীর রথে আনন্দময়ীর আগমন।


আলো অন্ধকারে সন্ধ্যা নামে ক্রুদ্ধতায় জ্বলছে ভিসুভিয়াস
বদ্ধ দ্বার খুলে দাও নচেৎ  জ্বলে পুড়ে হবে ছারখার।
কাব্যলাভা প্রেমময় এক সশস্ত্র হিরন্ময় হাতিয়ার
বাঁচতে চাইলে সব ফেলে নাও ভালোবাসার অধিকার।


আসছে উগ্র রুদ্র,রক্তে বহে অপ্রাপ্তির উষ্ণ হাহাকার
ভালোবাসা দাও ভিসুভিয়াসে,বেঁচে যেতে ও পার এবার।