স্বপ্নগুলো শব্দের চাদর দিয়ে ডাকার চেষ্টায়
ঘুমহীন কুয়াশার নদীতে প্রত্যেকের তৃতীয় চিন্তা
তবুও স্পর্শকাতর অ্যালার্জিতে গর্জে উঠেছে
পুঁজিবাদী নগর সম্মিলনের রাজনৈতিক ইতিকথা।


পান্তা ভাতকে বিলাসিতা ভেবে ত্যাগ করেছে প্রেমিক
ভালোবাসার দাবীতে রাজপথ দখল করেছে প্রেমিকা
মিথ্যার মিছিলের মহড়ায় ব্যস্ত আমলাতন্ত্রের পরিচালক
গনতন্ত্রের দাবীতে এবার নাগরিক দূর্গে কবিতা।


হে রাষ্ট্রযন্ত্র;
ভুকা ফাঁকা আমাদের স্বপ্ন
স্বাধীনতার সংকটে কুয়াশার নদীতে তৃতীয় চিন্তা
খাদ্যনালীতে অ্যলার্জি শুনছি কার্তিকের বার্তা।


লক্ষি পেঁচার ঘুম ভাব
মজুদ করা ফলস খেয়েছে উইপোকা
পিপীলিকার পাখা গজিয়েছে
কোথায় গৃহের রাজনেতা?কুয়াশার নদীতে তৃতীয় চিন্তা।