বসন্ত বাগানে অপরাজিতার লাল ফুলগুলো
দুঃখের জৈব সারে বেশ বেড়ে উঠেছে ।
খানিকটা কোলাহল যা ছিল রক্ত গোলাপে
সেও আজ অবসরের ব্যস্ততায় ঝরে গেল ।


দু'ফোটা চোখের জল হাওয়ায় ভাসিয়ে
মল্লিকা ফুলগুলো বলল ভালো আছি ।
ফাগুনী কৃপায় নিরবতার গৃহপালিত সকালে
শূন্যের সানাই বাঁজায় কৃষ্ণচূড়ার মোড়ক ।


দীর্ঘশ্বাস গুলো দিগন্তের যে স্টেশনে থামে
সেখানে মেঘ জর্জর অন্ধকারেই নিরেট স্বচ্ছ রক্তকরবী ।
অলস মধুরাতে চেনা গন্ধ আর রঙে ফোটে কষ্টবিলাস
জমে গেছে অবেলায় কষ্টের সহস্র নির্ঘুম লাশ।


ধেঁয়ে আসে কান্নার স্রোত নির্বিকার শূন্যতায়
সান্ধ্যকালীন গন্ধে মাদকতা ছড়ায় হাসনা হেনা।
হলদে শরীরে অভিযোগহীন শান্ত কাকাতুয়া
এলেবেলে দীর্ঘ পথে নাচে নিপর্থ্যের ঘোড়া।


বাতাবি লেবুর আয়ুরেখা খামছে ধরে গোধূলি
মৃত্রিকা সাদা হয় ঝরে ঝরে ফুল শেফালী।
পকেটে সূর্য উদয় নিয়ে আসে একঝাঁক বেদনা
বসন্ত বাগানে নেমে এলো ভালোবাসার নিলীমা।


রচনাকালঃ ০৪/০৩/২১ ইং
মির্জাপুর ময়মনসিংহ সদর