মানবাধিকারের মৃত্যু মিছিলে স্লোগান দেয় জাতীয় দাস
প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী গড়ল বুদ্ধিজীবী।
আজন্ম দাস গুলো এর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনকারী
অন্ধ জাতীয় সম্পাদিকা দুর্নীতির মশাল মিছিল।
আন্দোলনহীন ছাত্র রাজনীতি, শূন্য দেয়ালিকা
রাজপথে চাঁদা আর কারাগারে নির্ঘুম স্বাধীনতা।


মদমত্ত আতসবাজি, নিরুদ্বিগ্ন বন্যতার ফুটন্ত লাভা
দুর্নীতির কুঠারের আঘাতে ক্ষত বিক্ষত জনগণ
বিকৃত যৌন অত্যাচারের দিনরাত ইন্টারোগেশন
মিথ্যা স্বপ্ন, ক্ষুধার পুড়ে যায় নাড়ি
শ্বাসফেলে তাস খেলে সুখের বন্ধ কপাট
গভীর অন্ধকার জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না।
উন্মাদ শহর লালসালু ঘেরা স্টেজ রিজার্ভ ব্যাংকে চুরি
রোমারু বিমান উড়া শঙ্কিত শহরে
নির্লজ্জ স্বাভাবিক দুর্নীতির নতুন নতুন পার্ক
বিবস্ত্র রঙ্গিন পোস্টার,কুৎসিত জোড়া চোখ।


তীব্রতম যন্ত্রণায় উন্মাদ ভালোবাসার রক্ত অশ্রু
পরাধীনতার প্রলয়োল্লাস স্বাধীনতার দীর্ঘশ্বাস
অনাহারী শিশুর করুণ চিৎকার বাতাসে ভেসে বেড়ায়
আমাকে ভাত দাও অচেনা রাস্তায় উদ্ভট শহরে
গলাকাটা অবস্থায় কি রকম বেঁচে আছি
ম্যানহোলের অন্ধকারে রক্ত নিশি ভোরে।
স্বাধীনতা রক্ষায় বিদ্রোহের রবি উঠুক জ্বলে
আনন্দ আগমনী খেয়াপারে তরণী জাগ সন্তান ও জননী।