জলযুদ্ধ শুরু হয় পাতা আর ডালে
বিশ্বাসের দরপতনে ব্যর্থ হয় প্রণয় মিছিল
অসহায়ত্বের শিকলে বাঁধা পরে
স্বপ্ন স্বত্তার একরাশ জোছনার ফসল।


রক্তজবার উল্লাস মঞ্চের সুদৃঢ় ফটক
ভাঙতে থাকে মৃত্যুহীন জন্মের অভিশাপে
তুমি জাগ রাজপথে বসন্ত প্রলাপে
কৃষ্ণচূড়াহীন একটি নাগরিক সংলাপে।


আমি ঘুমহীন চোখে থমকে দাঁড়াই;দেখি
মৃত শহরের পাশেই জেগে থাকে আমার জ্বর
ক্রুস বিদ্ধ ভালোবাসা জন্মান্তরের আকুতি
নির্বাসিত বাসর আর আমার মৃত্যুদন্ড।


বেলা শেষে যন্ত্রণায় হৃদপিণ্ডটা টাটায়
অনুভূতিগুলো নিরদ্বিধায়ই ভেঙে পরে
শ্রাবণে চোখ দু'টো অসহায় হয়ে পরে
মূহুর্তেই ধূসর হয় আমাদের রঙিন বসন্ত।