আমি শুনেছি স্বাধীনতার গল্প
কিন্তু দেখেনি তাকে?
আজও খুঁজি আমি
কোথায় আমার স্বাধীনতা?


বুয়েটে পড়তে হলে
মেধা শুধু নাহি চলে?
কর্তৃপক্ষ আপন হলে
তবেই ভর্তির সুযোগ মিলে।


মামা নাই যার চাকরি নাই তার।
স্বাধীন দেশে এ স্বজনপ্রীতি
রক্ষকের বক্ষক নীতি।
৪৭ বছরে এই অগ্রগতি।


জানতে চাই বৌদ্ধগনের কাছে
যদি কেউ নিজ অধিকার চায়
রাস্তায় ফেলে পশুর মত
কেন তাদের পিটায়?


কোথায় আমার স্বাধিনতা
দাও না কেউ বলে?
তাকে যে আমার একটি বার
খুব দেখতে ইচ্ছে করে।