দুঃখপোষা মনে বায়ুগর্জে আসে
স্যাঁতস্যাঁত চোখের কোণ স্তব্ধ রাত্রি।
ক্রন্দনের উল্লাসে উন্মাদিনী কালবৈশাখী
আছড়ে পরে হৃদয়ের সঘন অন্ধকারে।


প্রিয়াহীন নির্ঘুম রাত ক্লান্তির মহাঅমবস্যা
হাসনাহেনার গন্ধহীন দখিনা বাতাস।
ভালোবাসার নির্মম অত্যাচারে কুৎসিত জোছনার আলো
শব্দহীন শূন্যে ঘরে নির্বাসনে আর কতকাল।


ছিল ভালোবাসার মিথ্যা স্বপন কন্ঠ ছিঁড়ে আসে
অস্তপারের সন্ধ্যাতারা কেঁদে ফিরে আমার কান্না আসে না।
মরু কানন গিরি সাগর কেঁদে কেঁদে ফিরে
ভালোবাসার ইচ্ছাকে এখন পুড়িয়ে মারি পাঠাই নির্বাসনে।


নির্জন রাত তুমিহীন ঘুমের ঘ্রাণ বাতায়নে আসে না
প্রিয়া যত খুঁজেছি তোমারে, নিঃসঙ্গতা তত আঁকরে ধরেছে আমারে।