মাধবীর উদ্যান ক্লান্ত দুপুর হিমেল হাওয়া
বৈশাখী বিরহের দেখেছে নীল আকাশ
ব্যস্ত টানেল হরিণী চোখ অপরূপ মায়া
বৃষ্টিমুখর চোখের পাতায় অভিমানী প্রিয়া।


বৈশাখী ঢল শান্ত নিটোল মুক্ত বলাকা
নিষ্প্রভ বেদনার উৎকণ্ঠায় মঙ্গল তরকা।
তিথী ডোরো কল্প উল্লাসে রুপালি প্রভাত
হৃদয়ের সন্নিকটে তরঙ্গিনী মায়া মালঞ্চ রাত।


ছায়াময়ী নিশিতে হে প্রিয় ভালোবাসা
বৃষ্টির আদরমাখা পরশে তুমি এসো
বর্ষার শাখাচ্যুত বাতাসে অস্পষ্ট মৃদু কম্পনে
গ্রামের মেঠোপথে বকুলতলায় প্রেমাভিসারে।


নির্জন ভোরের আলোয় নিঃসঙ্গতার উদ্যানে
তুমি এসো প্রসারিত পথে তৃষিত মনে।
উদাসী বাতাসে নিরাশার সমুদ্রে কলংকিত নির্বাসনে
দেখে যেও নির্বাক বেঁচে আছি স্বপ্নের মধুবনে।


তুমি এসো ভালোবাসা আমার উষ্ণ আলিঙ্গনে
অভিশপ্ত জিবন ইতিহাসের দ্বিধাগ্রস্ত জীর্ণকায়
শুভ্র পালকে মায়ার পরশে উজ্জ্বল রুপালী ঝর্ণায়
বুকের পাঁজরে স্বর্গের সিঁড়িতে পালকবিহীন ডানায়।