একটা ব্যক্তিগত মধ্যরাত অসুস্থ অসংখ্য স্নায়ু
জোছনার আন্দোলনে ক্রমাগত স্বপ্নের ভাঙন
জন্ম নিয়েই স্বীকৃতি দেই একটি আসন্ন মৃত্যুকে
ভালোবাসা মুখ থুবড়ে পরে তোমাদের রাজপথে।


হে অনাগত কাল আর কতক বসন্ত বিড়ম্বনা
অবহেলার পাহাড়ে আমরা আর কতক মেরুদণ্ডহীন
ত্বকে শ্যাওলা জমেছে সূর্য ডুবছে সহস্র বছর
হে অনাগত কাল কতদূরে স্বপ্নময় কাঙ্ক্ষিত নগর।


প্রত্যন্ত সূর্য বলয়ের আদি গহব্বরের বিপ্লবী প্রেমিকা
আমি বঞ্চিত উঠানে আলোহীন আমার প্রচন্ড ভয়
ভয়ংকর রকমের আতঙ্ক আমাকে ঘিরে রেখেছে
হৃদযন্ত্র বন্ধ হবার উপক্রম হয়তো এটাই শেষ পত্র।


তোমাকে বহু কাল দেখি না আমার বসন্ত যানজটে
অবেলায় প্লাটফর্মে শেষ ট্রেনের ক্লান্তিহীন যাত্রায়।
আজকাল নীলদগ্ধ বিষে আমাকে চুবিয়ে রাখা হয়
যন্ত্রণার সংক্রমণে স্মৃতিতে অস্পষ্ট মুক্তির নক্সা
পুড়ছে অস্থি মজ্জা প্রেমিক স্নায়ুর কঙ্কালটা
কোথায় মহাভূজা প্রেম আর প্রিয় বিপ্লবী প্রেমিকা??